১৮ দলের বৈঠক বিকালে : ফের ৬০ ঘন্টার হরতাল?
দিরিপোর্ট ২৪ প্রতিবেদক : ১৮ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শুক্রবার বিকাল সাড়ে ৩টায়। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে ঘোষণা আসতে পারে ৬০ ঘণ্টা হরতালের।
বৈঠকের ব্যাপারটি দিরিপোর্ট২৪কে নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।
বৃহস্পতিবার রাতে আন্দোলন কর্মসূচি নির্ধারণে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন খালেদা জিয়া। রাত ৯টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয় এবং রাত ১১টায় শেষ হয়।
বৈঠক সূত্রে জানা যায়, বৈঠকে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, আন্দোলন ও পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনার পাশাপাশি আগামী ১১, ১২ ও ১৩ নভেম্বর ফের টানা ৬০ ঘণ্টার হরতাল ও একদিন বিক্ষোভ কর্মসূচি পালনের ব্যাপারে আলোচনা করা হয়।
১৮ দলীয় জোটের শরিকদের মহাসচিব পর্যায়ের বৈঠকের পর সংবাদ সম্মেলন করে হরতালের ঘোষণা দেয়া হতে পারে বলে জানা গেছে।
বৈঠক শেষে আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান দিরিপোর্ট২৪কে বলেন, ‘কর্মসূচি তো থাকবেই, ১৮ দলের সঙ্গে বৈঠক শেষে ঘোষণা করা হবে। এই মুহুর্তে কিছু বলা যাবে না।’
এছাড়া বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত সাংবাদিকদের কিছু না বলেই চলে যান। পরে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে অনেকেরই ফোন বন্ধ পাওয়া যায়।
উল্লেখ্য, প্রথম দফা ২৮-২৯ অক্টোবর টানা ৬০ ঘণ্টা, দ্বিতীয় দফা ৪-৬ নভেম্বর টানা ৬০ ঘন্টা হরতাল পালন করে ১৮ দলীয় জোট।
(দিরিপোর্ট ২৪/এমএইচ/এমসি/নভেম্বর ০৮, ২০১৩)