চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে অপহরণের পাঁচ ঘণ্টা পর রাহিদুল ইসলাম রাব্বানী (৩) নামে এক শিশুকে উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় জড়িত অপহরণকারী মো. লোকমান হাকিমকে (৪০) গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৫ মার্চ) চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন রূপসী পাহাড়ের গহীন জঙ্গল থেকে তাকে উদ্ধার করা হয়।

অপহৃত শিশু রাব্বানী খুলশী কাঁঠাল বাগান এলাকার বাসিন্দা মো. মনির হোসেন জনির ছেলে। সোমবার সকাল ১০টার দিকে অপহরণকারী লোকমান চকলেট কিনে দেওয়ার কথা বলে রাব্বানীকে তার বাসার পাশ থেকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণকারী লোকমান কুমিল্লা জেলার লাকসাম থানাধীন উত্তরকুল গ্রামের মৃত হায়দার আলীর ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান গণমাধ্যমকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লোকমান জানিয়েছে অসৎ উদ্দেশে শনিবার সে লাকসাম থেকে চট্টগ্রাম এসে খুলশী থানাধীন কাঁঠালবাগান এলাকার মধুশাহার আস্তানার পিছনের পাহাড়ে একটি পরিত্যক্ত বাসায় আশ্রয় নেয়। সোমবার সকাল বেলা সুযোগ বুঝে সে শিশুটিকে চকলেট ও চিপস্ খাওয়ার প্রলোভন দেখিয়ে অপহরণ করে। লোকমান এর আগেও এ ধরনের কাজের সঙ্গে জড়িত ছিল, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ০৬, ২০১৮)