দ্য রিপোর্ট প্রতিবেদক : নেপাল উড়োজাহাজ বিধ্বস্তে নিহতদের লাশ শনাক্তে তাদের স্বজনদের থেকে নমুনা সংগ্রহের উদ্যোগ নিয়েছে সিআইডি। রবিবার (১৮ মার্চ) থেকে সিআইডির মালিবাগ কার্যালয়ে নমুনা সংগ্রহ করা হবে বলে পুলিশের এই শাখার ফরেনসিক ডিএনএ ল্যাবের উপ প্রধান আহমেদ ফেরদৌস জানিয়েছেন।

তিনি জানান, নিহতদের শনাক্ত করা প্রয়োজন। আর সে কারণে তাদের স্বজনদের কাছ থেকে নমুনা সংগ্রহ করা হবে। তাদের থেকে রক্ত অথবা মুখের লালা সংগ্রহ করা হবে। এজন্য স্বজনদের সিআইডি কার্যালয়ে এসে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সোমবার (১২ মার্চ) কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৭১ আরোহীর মধ্যে ৪৯ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে চার ক্রুসহ ২৬ জন ছিলেন বাংলাদেশি।
নিহতদের মরদেহ কবে দেশে আনা হবে সে অপেক্ষায় আছেন তাদের স্বজনরা।

উড়োজাহাজে আগুন ধরে পুড়ে যাওয়ায় কারও কারও মরদেহ শনাক্ত করতে স্বজনদের সঙ্গে ডিএনএ মেলানোর দরকার হতে পারে বলে কাঠমান্ডুতে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস জানিয়েছেন।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ১৬, ২০১৮)