দ্য রিপোর্ট প্রতিবেদক : নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান বিধ্বস্তে আহত আরও তিন যাত্রীকে চিকিৎসার জন্য দেশে আনা হচ্ছে।

শুক্রবার (১৬ মার্চ) স্থানীয় সময় বেলা দেড়টার দিকে তারা বাংলাদেশের উদ্দেশে কাঠমান্ডু ছেড়েছেন। বিকাল সোয়া ৩টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার কথা রয়েছে। নেপালে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি অসিত বরণ সরকার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

আহত তিন যাত্রী হলেন- মেহেদী হাসান, আলমুন নাহার এ্যানি ও সৈয়দা কামরুন্নাহার স্বর্ণা। এর আগে শুক্রবার দেশে ফিরেছেন শেহরিন আহমেদ।

কাঠমান্ডু মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন এই তিনজন। তাদের দেশে আসার জন্য নেপালের চিকিৎসকরা ছাড়পত্র দিয়েছেন।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মুখপাত্র কামরুল ইসলাম জানান, বিমানবন্দর থেকে তাদের সরাসরি ইউনাইটেড হাসপাতালে নেয়া হবে।

এদিকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাদের ঢামেক হাসপাতালে বার্ন ইউনিটে নিয়ে আসা হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করেছে ইউএস বাংলা এয়ারলাইন্স।

ডা. সামন্ত লাল সেন বলেন, ‘ইউএস বাংলা এয়ারলাইন্সের একজন কর্মকর্তা এইমাত্র আমাকে ফোন করেছেন। তিনি জানিয়েছেন, যে তিন জন (মেহেদী, স্বর্ণা ও অ্যানি) নেপাল থেকে ফিরছেন, তাদের আমাদের এখানে (ঢামেক বার্ন ইউনিট) পাঠানো হবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা অবতরণ করার পর ইউএস বাংলার একটি অ্যাম্বুলেন্স তাদের রিসিভ করে এখানে নিয়ে আসবে।

নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ১২ মার্চ বিধ্বস্ত হওয়া ইউএস-বাংলার বিমানে গাজীপুরের শ্রীপুরের নগর হাওলা গ্রামের পাঁচ সদস্য ছিলেন। তার সর্ম্পকে আত্মীয়।

তারা হলেন- মেহেদী হাসান, তার স্ত্রী সৈয়দা কামরুন্নাহার স্বর্ণা এবং ফারুক আহমেদ ও তার স্ত্রী আলমুন নাহার এ্যানি, শিশু সন্তান প্রিয়ন্ময়ী তামারা। তাদের মধ্যে মারা যান ফারুক আহমেদ ও তার শিশু সন্তান প্রিয়ন্ময়ী তামারা।

বেঁচে যাওয়া দশ বাংলাদেশির মধ্যে কাঠমান্ডুর ওম হাসপাতালে চিকিৎসা নেয়া রিজওয়ানুল হককে বুধবার সিঙ্গাপুরে নিয়ে যান তার বাবা মোজাম্মেল হক।
বৃহস্পতিবার বিকালে ইয়াকুব আলী নামে আহত এক যাত্রীকে কাঠমান্ডু থেকে দিল্লিতে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

সোমবার (১২ মার্চ) ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস বাংলা এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন ৫১ জন। ওই ঘটনায় আহত হন আরও ২০ জন।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ১৬, ২০১৮)