দ্য রিপোর্ট ডেস্ক : আফ্রিকার একমাত্র নারী রাষ্ট্রপ্রধান মরিশাসের প্রেসিডেন্ট আমিনাহ গুরিব-ফাকিম পদত্যাগ করেছেন।

প্রেসিডেন্টের আইনজীবী ইউসুফ মোহামেদ বলেছেন, আগামী শুক্রবার তিনি অফিস ছাড়বেন। খবর- বিবিসির।

ক্রেডিট কার্ড কেলেঙ্কারির ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন প্রেসিডেন্ট আমিনাহ। এর জেরে এই পদত্যাগের ঘোষণা এলো।

শনিবার ইউসুফ মোহামেদ বলেছেন, প্রেসিডেন্ট পদত্যাগ করবেন। তবে প্রেসিডেন্ট অফিসের পক্ষ থেকে কোনো বিবৃতি জারি করা হয়নি।

এর আগে দেশটির প্রধানমন্ত্রী বলেছিলেন, প্রেসিডেন্ট ১২ মার্চ পদত্যাগ করবেন। কিন্তু প্রেসিডেন্ট আমিনাহ তখন পদত্যাগ না করায় সাংবিধানিক সঙ্কট তৈরি আশঙ্কা দেখা দেয়।

স্থানীয় একটি পত্রিকা ফেব্রুয়ারিতে এক প্রতিবেদনে জানায়, সুপরিচিত বিজ্ঞানী ও দেশের প্রথম নারী প্রেসিডেন্ট আমিনাহ প্ল্যানেট আর্থ ইনস্টিটিউটের (পিইআই) দেয়া ক্রেডিট কার্ড ব্যবহার করে লন্ডনে জুয়েলারি ও পোশাক কেনেন। ওই পত্রিকা জানাচ্ছে, ডক্টরেট প্রোগ্রামকে প্রোমোট করতে ওই ক্রেডিট প্রেসিডেন্টকে দেয়া হয়েছিল। কিন্তু এনজিওটির অবৈতনিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা প্রেসিডেন্ট আমিনাহ লন্ডনে ক্রেডিট কার্ড ব্যবহারের মাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছেন।

এদিকে প্রেসিডেন্টের অফিস থেকে বলা হয়েছে, তার কাছে ওই ব্যাংকের দুটি একই রকম কার্ড আছে। তাই তিনি ভুলে পিইআইয়ের দেয়া কার্ড ব্যবহার করে ফেলেছেন।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ১৮, ২০১৮)