দ্য রিপোর্ট প্রতিবেদক : নেপালে বাংলাদেশি উড়োজাহাজ বিধ্বস্তে নিহত ২৩ বাংলাদেশির লাশ ঢাকার আর্মি স্টেডিয়ামে আসার পর সেখানে শ্রদ্ধা জানাতে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৯ মার্চ) আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আইসপিআরের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ বিমানে দুপুর ৩টায় লাশগুলো ঢাকায় আনা হবে। এরপর আর্মি স্টেডিয়ামে তাদের জানাজা অনুষ্ঠিত হবে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টারমাক-১ এ অবতরণ করবে বিমানটি। সেখান থেকে লাশগুলো নেওয়া হবে আর্মি স্টেডিয়ামে। এসময় নিহতদের স্বজনদের বিমানবন্দরে থাকতে বলা হয়েছে।

এর আগে নেপালস্থ বাংলাদেশ দূতাবাসে ইউএস-বাংলা বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ২৩ বাংলাদেশির প্রথম জানাজা স্থানীয় সময় সকাল পৌনে ৯ টার দিকে সম্পন্ন হয়েছে।

সোমবার সকালে নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস বলেন, জানাজার পরপরই লাশগুলো এয়ারপোর্টে নিয়ে যাওয়া হবে।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ১৯, ২০১৮)