মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে আগুনে পুড়ে এক শিশু মারা গেছে। এছাড়া পুড়ে গেছে ২টি বসতঘর ও মারা গেছে একাধিক গবাদিপশু।

সোমবার (১৯ মার্চ) ভোররাতে শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের চরকামারকান্দি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এদিকে আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন অন্তত ৪ জন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন মিয়া জানান, শিবচরের চরকামারকান্দি গ্রামের কিনাই মাদবরের বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন পাশের গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। বসতঘরে কিনাই মাদবর, তার স্ত্রী ইসমোতারা ও ১০ বছরের প্রতিবন্ধী শিশুকন্যা সাজেদা ঘুমিয়ে ছিলেন। আগুনের লাগার বিষয়টি বুঝতে পেরে সবাই ছোটাছুটি শুরু করে। এ সময় ঘরের ভেতরে আটকা পড়ে ওই শিশুটি। এলাকাবাসী ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এর আগেই দুটি বসতঘরসহ আগুনে পুড়ে যায়। এতে দগ্ধ হয়ে মারা যায় শিশু সাজেদা। এছাড়া গোয়ালঘরে থাকা একাধিক গবাদিপশুও পুড়ে মারা গেছে। এদিকে আগুন নেভাতে গিয়ে আহত ৪ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ১৯, ২০১৮)