দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মিরপুরের মধ্য পীরেরবাগ এলাকায় একটি বাসায় অস্ত্র উদ্ধারে গিয়ে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে নিহত গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিদর্শক জালাল উদ্দিনের জানাজা নামাজ মঙ্গলবার (২০ মার্চ) জোহরের নামাজের পর রাজারবাগ পুলিশ লাইনে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ওবায়দুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রাজারবাগ পুলিশ লাইন মসজিদে জোহরের নামাজ দুপুর ১টা ১৫মিনিটে অনুষ্ঠিত হবে। এরপর দুপুর দেড়টায় সেখানে নিহত পুলিশ পরিদর্শক মো. জালালউদ্দিনের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, সোমবার দিনগত গভীর রাতে মিরপুরের পীরেরবাগ এলাকায় ডিবির পল্লবী জোনাল টিমের একটি দল অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযানে যায়। সেখানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে পরিদর্শক জালালউদ্দিনসহ দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়া হলে রাত ২টার দিকে জালালউদ্দিন মারা যান।

স্কয়ার হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন জালালউদ্দিনের মাথায় গুলি লেগেছিল। কিছুতেই তার রক্তপাত বন্ধ করা যাচ্ছিল না।

নিহত পুলিশ পরিদর্শক মো. জালালউদ্দিনের গ্রামের বাড়ি ঝিনাইদহের কালিগঞ্জে। তিনি ১৯৮৯ সালে কন্সটেবল পদে যোগদান করেন। এরপর এএসআই ও এসআই এবং সর্বশেষ দু'মাস আগে পরিদর্শক পদে পদোন্নতি পেয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) যোগ দেন।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ২০, ২০১৮)