দ্য রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের অস্বাভাবিক ইউনিট দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।

ফান্ডটির ইউনিটে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে ফান্ড কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।

ডিএসই সূত্রে জানা গেছে, ফান্ডটির ইউনিটে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে ফান্ডটি জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই ইউনিট দর বাড়ছে।

বিশ্লেষণে দেখা যায়, গত ৫ মার্চ থেকে ফান্ডটির ইউনিট দর টানা বেড়ে চলেছে। আলোচিত সময়ে ফান্ডটির দর ৯ টাকা থেকে বেড়ে সর্বশেষ ১৩ টাকা ৫০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে।

আর ফান্ডটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ২১, ২০১৮)