চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় হত্যার দায়ে চাচিসহ দুইজনকে ফাঁসির রায় দিয়েছে আদালত। চাঁদপুরের জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ বৃহস্পতিবার দুই বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন - শাহরাস্তি উপজেলার পূর্ব উপলতা গ্রামের হুমায়ুন কবিরের স্ত্রী জান্নাতুল ফেরদৌস মায়া (৪০) ও একই গ্রামের তাজুল ইসলামের ছেলে কাঠমিস্ত্রি জহিরুল ইসলাম।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

জজ আদালতের পিপি মো. আমান উল্লাহ মামলার নথির বরাতে বলেন, জহিরুল ইসলাম ও জান্নাতুলকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় রুমা আক্তারকে (২২) ২০১৬ সালের ২৪ মার্চ শ্বাসরোধ করে হত্যা করা হয়। রুমা ছিলেন জান্নাতুলের ভাতিজি।

রুমার বাবা আনা মিয়া জান্নাতুল ও জহিরুলকে আসামি করে শাহরাস্তি থানায় হত্যা মামলা দায়ের করলে তৎকালীন এসআই মো. আব্দুল মান্নান দুইজনের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দেন।

মামলায় ১৬ সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্য নিয়ে আদালত রায় দিয়েছে বলে জানান পিপি আমান।

আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী সেলিম আকবর ও চৌধুরী আবুল কালাম আজাদ।

(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ২২, ২০১৮)