সিরাজগঞ্জ প্রতিনিধি : ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের নলকা সেতুর বিমে ফাটল দেখা দিয়েছে। এতে সেতুর পূর্বপ্রান্তে ভেক ওয়ালের উত্তর পাশে বিম আড়াই থেকে তিন ইঞ্চি দেবে গেছে। যে কারণে এই সেতুর উপর দিয়ে ভারী যানবাহন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে।

শুক্রবার (২৩ মার্চ) সন্ধ্যার আগে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জ নলকা ব্রিজে এ ফাটল দেখা দেয়।

তবে যাত্রীবাহী যানবাহন সেতুর এক লেন দিয়ে চলাচল করছে। এক লেনে চলাচলের কারণে সেতুর দুই পাশে যানজটের সৃষ্টি হয়েছে।

সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী এ কে এম জহুরুল আলম জানান, বিমে ফাটলের কারণে সেতুর উপরের পথচারী পারাপারের অংশটি দেবে গেছে। ভারী যানবাহন চলাচল করলে আরও ক্ষতির সম্ভাবনা রয়েছে। রাতেই প্রাথমিকভাবে বালুর বস্তা দিয়ে এটি মেরামতের ব্যবস্থা করা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নলকা সেতুর বিমে ফাটল দেখা দেয়ায় আপতত এই সেতু দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে যাত্রীবাহী যানবাহন চলাচল করছে।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ২৪, ২০১৮)