দ্য রিপোর্ট ডেস্ক : হংকংয়ে আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেও দারুণ জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা।

শনিবার (৩১ মার্চ) ইরানের বিপক্ষেও বিশাল ব্যবধানে জিতেছে তহুরার দল। র‍্যাংকিংয়ে ৪৪ ধাপা এগিয়ে থাকা দলটিকে বাংলাদেশের মেয়েরা হারিয়েছে ৮-১ গোলে।

বাংদেশের মেয়েদের এই সাফল্যে সবচেয়ে বড় অবদান তহুরা খাতুনের। তার হ্যাটট্রিকেই এই বড় জয় পায় লাল-সবুজের দল।

বাংলাদেশের মেয়েরা এর আগে নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছিল। গতকাল শুক্রবার মালয়েশিয়াকে ১০-১ গোল বিধ্বস্ত করেছিল তারা।

বিশ্ব র‍্যাংকিংয়ে ইরানের নারী ফুটবল দলের অবস্থান বেশ ভালো জায়গায়। তাদের অবস্থান ৫৮তম। আর বাংলাদেশ আছে ১০২তম স্থানে। এত এগিয়ে থাকা দলটিকে বাংলাদেশ এমন বাজে ভাবে হারিয়েছে তা সত্যিই চমক বটে।

রবিবার (১ এপ্রিল) শেষ ম্যাচে স্বাগতিক হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ৩১, ২০১৮)