গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মকসুদপুরে বরিশালগামী একটি নৈশ বাস রাস্তার পাশে খাদে পড়ে আটজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও আহত হয়েছেন ২৩ যাত্রী। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।

রবিবার (১ এপ্রিল) ভোর রাত পৌনে তিনটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার বরইতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন-বরগুনার হাসান মিয়া (২৫) ও বরিশালের অসিম মাঝি (৩৫)। বাকিদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী সুগন্ধা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের ছয় যাত্রী নিহত হন। আহত হন আরও অন্তত ২৫ জন যাত্রী।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জানে আলম হতাহতের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে মকসুদপুর থানার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির পুলিশ ও ফায়ার সার্ভিসের গোপালগঞ্জ, ফরিদপুরের ভাঙ্গা ও মকসুদপুরের চারটি টিম হতাহতদের উদ্ধার কাজে নেমে পড়ে। আহত যাত্রীদের ফরিদপুরের ভাঙ্গা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

এদিকে মুকসুদপুর উপজেলার সিন্ধয়াঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মহিদুল ইসলাম জনান, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী সুগন্ধা পরিবহনের বাসটি বিশম্বরদি এলাকা দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি সেখানে একটি কালভার্টের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন।এ সময় আহত হন আরও ২৫ যাত্রী। আহত যাত্রীদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে আরও দুইজনের মৃত্যু হয়।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০১, ২০১৮)