দ্য রিপোর্ট ডেস্ক : অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় কাকাডু ন্যাশনাল পার্কে অবস্থিত কাকাডু ন্যাশনাল পার্কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

শনিবার (৩১ মার্চ) স্থানীয় সময় সাড়ে ১২টায় কাকাডু হাইওয়েতে একটি টোয়োটা প্রাডো মডেলের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাইফুল ইসলাম দিনার, সাদেকা কামাল নিপা ও মাইশা কুদ্দুস।

দুর্ঘটনাকবলিত গাড়িটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মধ্যে বেশ কয়েকবার উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। তবে গাড়িটির দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা না গেলেও অতিরিক্ত গতি কিংবা মদ্যপান অবস্থায় গাড়ি চালানো এমন কোনো কারণ জড়িত নয় প্রাথমিক তদন্তে জানানো হয়েছে।

গাড়িতে চালকসহ সাতজন আরোহী ছিলেন। আহতদের দ্রুত রয়াল ডারউইন হাসপাতালে নেওয়া হয়।

অস্ট্রেলিয়ার চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহমুদুল হাসান জানান, হতাহতরা সবাই বাংলাদেশি এবং চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০১, ২০১৮)