চাঁদপুরে স্কাউট সম্মেলনে প্রধানমন্ত্রী
চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের হাইমচরের চরভাঙ্গা এলাকায় অনুষ্ঠিত স্কাউটের কমডেকা সম্মেলনস্থলে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (১ এপ্রিল) বেলা ১১টার দিকে হাইমচর ডিগ্রি কলেজ মাঠে নির্মিত হ্যালিপ্যাডে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করে।
এরপর উপজেলার চরভৈরবী সড়ক হয়ে প্রধানমন্ত্রীর গাড়ি কমডেকা সম্মোলনস্থলে এসে পৌঁছায়। সম্মেলনস্থলে পতাকা হাতে স্কাউট সদস্যরা প্যারেডের মাধ্যমে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানায়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়েদুল কাদের, ডা. দীপু মনি এমপি, সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কবির নানক, সুজিত রায় ননন্দীসহ আন্যান্য নেতা ও স্থানীয় সংসদ সদস্যরা।
চাঁদপুরে কমডেকা সম্মেলনস্থলে প্রধানমন্ত্রীপ্রসঙ্গত, টেকসই সমাজ বিনির্মাণে স্কাউটিং এ প্রতিপাদ্য বিষয় নিয়ে চাদপুরে চলছে ষষ্ঠ জাতীয় কমডেকা সম্মেলন । ৩০ মার্চ শুরু হওয়া এ সম্মেলন চলবে ৫ এপ্রিল পর্যন্ত।
বিকেলে তিনি জেলা সদরে যাবেন এবং চাঁদপুর স্টেডিয়াম থেকে ২৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ২৪টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর উপলক্ষে জেলায় উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। তিনি আট বছর পর চাঁদপুর সফরে এসেছেন। জেলা হাইমচর উপজেলার সড়কগুলো সুসজ্জিত করা হয়েছে।
তোরণ, বিলবোর্ড ও ফেস্টুনে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতির সঙ্গে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রদর্শিত হচ্ছে।
এ ছাড়া আসন্ন সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী দলীয় নেতারাও অনেক তোরণ নির্মাণ করেছেন।
(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০১, ২০১৮)