মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
মাগুরা প্রতিনিধি : মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিতহ হয়েছেন। এ ঘটনায় আরো এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
রবিবার (১ এপ্রিল) দুপুরে মহম্মদপুর উপজেলার বিনোদপুর-নওয়াপাড়া সড়কের হাটবাড়িয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, খলসিয়া গ্রামের ইব্রাহীম (২৯) ও পার্শ্ববর্তী গ্রাম হাটবাড়ির নূর ইসলাম।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ৩ মোটরসাইকেল আরোহী বিনোদপুর যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত একটি লাটাহাম্বারকে সাইড দিতে গেলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ইব্রাহীমের মৃত্যু হয়। নূর ইসলামকে চিকিৎসার জন্য মাগুরা সদর হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এছাড়া আহত মিলনকে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
মহম্মদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০১, ২০১৮)