‘ভোট চাওয়ার অধিকার শুধু আ’লীগই ভোগ করছে’
দ্য রিপোর্ট প্রতিবেদক : বিধি মেনে ভোট চাওয়া রাজনৈতিক অধিকার হলেও, তা শুধুমাত্র আওয়ামী লীগ ভোগ করছে। অন্য দলগুলো ভোট চাইতে পারছে না বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার (১ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার মুক্তি দাবিতে চলমান কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
ফখরুল ইসলাম বলেন, তারা সরকারি টাকা খরচ করে নৌকার জন্য ভোট চেয়ে বেড়াচ্ছেন। আর কেউ ভোট চাইতে পারবে না, ভোট চাওয়ার কোন সুযোগ দেয়া হবে না। এটা কখনই মেনে নেয়া যায় না।
মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, সরকার মিথ্যা মামলা ও বিচার ব্যবস্থাকে প্রভাবিত করে বিএনপি নেত্রীকে আটকে রেখেছে। সরকারের এই একদলীয় শাসন প্রতিষ্ঠার নীল নকশা বিএনপি প্রতিহত করবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করা হবে।
এদিকে এই লিফলেট বিতরণ কর্মসূচি আরো কয়েকদিন চলবে।
(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০১, ২০১৮)