টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মাগুরআটা এলাকায় যাত্রীবাহী লেগুনা খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।

সোমবার (২ এপ্রিল) সকালে দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কালিহাতী উপজেলার ধুনাইল গ্রামের সাইফুল ইসলাম বাদশা (৫৫) ও নাগরপুর উপজেলার রুহুল আমীন (৪০)।

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে কালিহাতী উপজেলার মগড়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লেগুনাটি টাঙ্গাইল যাচ্ছিল। পথিমধ্যে গাড়িটি সদর উপজেলার মাগুরআটা এলাকায় পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ সময় চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০২, ২০১৮)