দ্য রিপোর্ট প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শঙ্কামুক্ত বলে জানিয়েছেন ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মোমিন উজ্জামান।

এর আগে সকালে অসুস্থ হয়ে এই হাসপাতালে ভর্তি হন বিএনপি মহাসচিব।

সোমবার বিকেলে এ বিষয়ে অধ্যাপক মোমিন উজ্জামান জানান, আজকালের মধ্যেই মির্জা ফখরুল বাসায় ফিরতে পারবেন।

এ ব্যাপারে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের মিডিয়া উইংয়ের সদস্য কর্মকর্তা শামসুদ্দীন দিদার জানান, মহাসচিব অসুস্থবোধ করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ভর্তি করা হয়েছে। এর পরপরই তার স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়।

দিদার জানান, মির্জা ফখরুল আগে থেকেই বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত। তিনি কয়েকবার বিদেশে চিকিৎসা করিয়েছেন।

তিনি আরো জানান, হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মোমিন উজ্জামানের তত্ত্বাবধায়নে মির্জা ফখরুলের চিকিৎসা চলছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ০২, ২০১৮)