হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে স্কুলছাত্রী বিউটি ধর্ষণ ও হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই জাকির হোসেনকে দায়িত্ব অবহেলার অভিযোগে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আ স ম সামছুর রহমান ভূইয়া জানান।

তিনি বলেন, ‘বিউটি হত্যা মামলার তদন্তে অবহেলার প্রমাণ মেলায় তাকে প্রত্যাহার করা হয়েছে।’

১৭ মার্চ শায়েস্তাগঞ্জের পুরাইকলা বাজার সংলগ্ন হাওর থেকে বিউটির লাশ উদ্ধার করা হয়। লাশে ধারালো অস্ত্রের আঘাত ছিল। এ ঘটনায় ওই দিনই বিউটিকে হত্যা ও ধর্ষণের অভিযোগে তার বাবা সায়েদ আলী বাদী হয়ে বাবুল মিয়াসহ দুইজনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে মামলা করেন।

মামলার পর ২১ মার্চ বাবুলের মা কলম চাঁন ও সন্দেহভাজন হিসেবে একই গ্রামের ইসমাইলকে আটক করে পুলিশ। এরপর ৩১ মার্চ সিলেট থেকে বাবুলকে গ্রেফতার করে র‌্যাব।

জিজ্ঞাসাবাদের জন্য রবিবার আদালত তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠায়।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ০২, ২০১৮)