ময়মনসিংহ প্রতিনিধি: বিভাগের পর এবার ময়মনসিংহ পেল সিটি কর্পোরেশন। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ময়মনসিংহ পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার ঘোষণা করায় আনন্দ মিছিল ও মিষ্টিমুখ করেছে ময়মনসিংহ পৌরসভা ও মহানগর আওয়ামী লীগ। নিকারের বৈঠকের পরপরই ময়মনসিংহ পৌরসভার উদ্যোগে মেয়র ইকরামুল হক টিটুর নেতৃত্বে নগরীতে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি টাউনহল থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মিষ্টিমুখ করানো হয়।

ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলা নিয়ে দেশের অষ্টম বিভাগ ২০১৫ সালের ১৪ অক্টোবর সরকার ময়মনসিংহ বিভাগ গঠন করে গেজেট প্রকাশ করে। বর্তমানে ময়মনসিংহ দেশের দ্বাদশ সিটি কর্পোরেশন।

(দ্য রিপোর্ট/টিআই/এমএসআর/এপ্রিল ০২, ২০১৮)