দ্য রিপোর্ট প্রতিবেদক: নির্বাচন এবং ভোটাধিকারের বিষয়ে তরুণদের উদ্বুদ্ধ করতে ১ মার্চ জাতীয় ভোটার দিবস ঘোষণা করেছে সরকার।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম সাংবাদিকদের বলেন, গণতন্ত্র, নির্বাচন এবং ভোটাধিকারের বিষয়ে তরুণ সমাজকে আগ্রহী করতেই দিবসটি পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মার্চের ১ তারিখকে কেন বেছে নেওয়া হলো, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সচিব বলেন, মার্চ মাস হচ্ছে আমাদের স্বাধীনতার মাস। এই মাসেই আমরা ভোটাধিকার হারাতে বসেছিলাম তাই এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে।

তিনি বলেন, স্বাধীনতার মাসের প্রথম দিনকে ভোটার দিবস পালনের সিদ্ধান্ত নিয়ে প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদনের জন্য পাঠায় নির্বাচন কমিশন। আর তাতে সরকার সায় দিয়েছে।

সচিব এন এম জিয়াউল আলম বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশগুলো অনেক আগে থেকেই এই দিবসটি পালন করে আসছে। এখন থেকে জনসাধারণকে ভোটার হতে উদ্বুদ্ধ করতে বাংলাদেশেও দিবসটি পালন করা হবে।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ০২, ২০১৮)