গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর একটি কলেজ কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর দিন বাংলা প্রথমপত্রের বদলে দ্বিতীয়পত্রের প্রশ্ন দিয়েছে কেন্দ্র কর্তৃপক্ষ।

পরে প্রথমপত্রের প্রশ্ন দিয়ে পরীক্ষা শেষ করতে নির্ধারিত সময়ের একঘণ্টা বেশি লেগেছে। সোমবার গাজীপুরের টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই পরীক্ষা কেন্দ্রের সচিব ও সহকারী কেন্দ্র সচিবকে বরখাস্ত করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. দিদারে আলম মাকসুদ চৌধুরী জানান, ট্রেজারি থেকে প্রশ্ন থানায় নেওয়ার আগে বাংলা দ্বিতীয় পত্রের সৃজনশীল প্রশ্নের প্যাকেটের গায়ে ভুল করে প্রথমপত্র লেখা হয়েছিল।

পরীক্ষার দিন ওই প্যাকেট খুলে বিতরণ করতে গিয়ে তা ধরা পড়ে। পরে থানায় রাখা প্রশ্নপত্রের ট্রাঙ্ক থেকে আবার তা পরিবর্তন করে আনা হয়। এতে ওই পরীক্ষা শুরু করতে ৫৫ মিনিট বিলম্ব হয়েছে।পরে পরীক্ষার্থীদের অতিরিক্ত সময় দিয়ে পরীক্ষা নেওয়া হয়।

মাকসুদ চৌধুরী বলেন, প্রশ্নপত্র ভুল করার কারণে কেন্দ্র সচিব টঙ্গী পাইলট হাইস্কুল অ্যান্ড গার্লস কলেজের অধ্যক্ষ মো. আলাউদ্দিন এবং সহকারী কেন্দ্র সচিব এম এ ফারুককে বরখাস্ত করা হয়েছে।

তাদের বদলে পাশের টঙ্গী সরকারি কলেজের উপাধ্যক্ষকে কেন্দ্র সচিব এবং একজন সহকারী অধ্যাপককে সহকারী কেন্দ্র সচিবের দায়িত্ব দেয়া হয় বলে মাকসুদ জানান।

তিনি আরও জানান, বিষয়টি তদন্ত করতে গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রেবেকা সুলতানাকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে।

তাদের তিন কার্যদিবসে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিষয়টি বোর্ড কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক।

বেলা দুইটায় পরীক্ষা শেষে ওই কেন্দ্র থেকে বের হওয়া পরীক্ষার্থীরা জানান, সোমবার ছিল বাংলা প্রথমপত্রের পরীক্ষা। কিন্তু পরীক্ষার্থীদের মধ্যে বাংলা দ্বিতীয়পত্রের সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হয়। এ প্রশ্নপত্র হাতে পেয়ে পরীক্ষার্থীরা হল পরিদর্শকদের বিষয়টি জানালে তাৎক্ষণিক দ্বিতীয়পত্রের ওই প্রশ্নপত্র ফেরত নিয়ে প্রথমপত্রের প্রশ্নপত্র বিলি করা হয়।

পরবর্তীতে পরীক্ষা বেলা দুইটা পর্যন্ত চালিয়ে নেওয়া হয় বলে তারা জানান। সকাল ১০টায় শুরু হয়ে ওই পরীক্ষা বেলা ১টায় শেষ হওয়ার কথা ছিল।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ০২, ২০১৮)