চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৭.৬৫ শতাংশ
দ্য রিপোর্ট প্রতিবেদক : চলতি ২০১৭-১৮ অর্থবছরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৬৫ শতাংশ। যেখানে চলতি অর্থবছরের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিলো ৭ দশমিক ৪ শতাংশ। গত ২০১৬-১৭ অর্থবছরে এ প্রবৃদ্ধি ছিলো ৭ দশমিক ২ শতাংশ।
মঙ্গলবার (৩ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
চলতি অর্থবছরের প্রথম ১০ মাসের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরো জানানো হয়, চলতি অর্থবছরে মাথাপিছু আয় আগের বছরের চেয়ে ১৪২ ডলার বেড়ে ১ হাজার ৭৫২ ডলারে দাঁড়িয়েছে।
সভায় বেশ কয়েকটি প্রকল্প নিয়ে আলোচনার কথা রয়েছে।
(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০৩, ২০১৮)