দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। কোনও ব্লক ধরা পড়েনি।

মঙ্গলবার (৩ এপ্রিল) সকাল নয়টা পাঁচ মিনিটের দিকে ইউনাইটেড হাসপাতালে তার এনজিওগ্রাম করেন চিকিৎসকরা।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘বিএনপি মহাসচিব ইউনাইটেড হাসপাতালে ডা. মনিরুজ্জামানের তত্ত্বাবধানে আছেন। সকালে তার এনজিওগ্রাম হয়েছে। কোনো সমস্যা ধরা পড়েনি। তিনি সুস্থ আছেন।’

সোমবার (২ এপ্রিল) সকালে অসুস্থ হয়ে পড়লে মির্জা ফখরুলকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সে সময়ে জানানো হয়েছিল, মির্জা ফখরুল সকালে বুকে ব্যথা অনুভব করেন। তার রক্তচাপও উঠা-নামা করছিল। এরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর দুপুরে চিকিৎসকরা জানান, মির্জা ফখরুল সম্পূর্ণ শঙ্কামুক্ত। তাকে মঙ্গলবার রিলিজ দেয়া হবে।

এরপর বিকেলে মির্জা ফখরুলকে দেখতে হাসপাতালে যান কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। তিনি মির্জা ফখরুলের শারীরিক অবস্থা এবং চিকিৎসার ব্যাপারে খোঁজ-খবর নেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মির্জা ফখরুল উচ্চরক্তচাপ, ডায়াবেটিস, হার্টের সমস্যাসহ নানা রোগে আগে থেকেই ভুগছেন। ইতোমধ্যে তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ায় রিং পরানো আছে।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০৩, ২০১৮)