দ্য রিপোর্ট ডেস্ক : জ্বালানি-বিদ্যুৎ খাতের কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের পরিচালনা পর্ষদ জমির মালিকানা বদল করার সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সামিট পাওয়ার নিজ নামে কেনা ৩.৩৮ একর জমি সহযোগী প্রতিষ্ঠান এস অ্যালায়েন্স পাওয়ার লিমিটেডের কাছে হস্তান্তর করবে। এই জমি গাজীপুরের কোড্ডায় অবস্থিত।

প্রয়োজন হলে কোম্পানিটি ১৪৯ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পের জন্য আরও জমি অধিগ্রহণ করবে।

উল্লেখ্য, সামিট পাওয়ারের জমি হস্তান্তরের জন্য রেজিস্ট্রেশন ও অন্যান্য আনুষ্ঠানিকতা চলছে।