রথীশের বাড়ির পাশে ডোবায় তল্লাশি
রংপুর প্রতিনিধি: মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষী রংপুরের আইনজীবী রথীশচন্দ্র ভৌমিক বাবুসোনা ‘নিখোঁজ’ হওয়ার পাঁচ দিন পর পুলিশ তার বাড়ির পাশের একটি ডোবা ঘিরে তল্লাশি চালাচ্ছে।
মঙ্গলবার দুপুর থেকে ওই ডোবায় অনুসন্ধান শুরু করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল মিয়া বলেন, সন্দেহজনক তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুর থেকে এখানে অনুসন্ধান শুরু করা হচ্ছে। এরই মধ্যে বাড়ির পেছনে টয়লেটের ট্যাংকি ও আশপাশের সন্দেহজনক সব জায়গায় চেক করা হয়েছে।
গেলো শুক্রবার সকাল ছয়টার দিকে কাজের কথা বলে বাড়ি থেকে বের হন বাবু সোনা। এরপর থেকে তার কোনো খোঁজ মিলছে না। তার ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ রয়েছে। এ ঘটনায় পুলিশ নয়জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে।
মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষী ছাড়াও রথীশ জাপানের নাগরিক কুনিও হোশি ও মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায়ও রাষ্ট্রপক্ষের আইনজীবী।
(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ০৩, ২০১৮)