দাওয়াত খেয়ে বাড়িওলাসহ অচেতন ৯, মালপত্র লুট
দ্য রিপোর্ট প্রতিবেদক : নারায়ণগঞ্জের তেলপাড়ায় এক বাড়ির মালিক ও তার পরিবারের আটজনকে দাওয়াত খাইয়ে অচেতন করে মালপত্র নিয়ে পালানোর অভিযোগ উঠেছে ভাড়াটিয়ার বিরুদ্ধে।
মঙ্গলবার (৩ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় ওই নয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা হলেন-বাড়ির মালিক আলি আহমেদ (৬৫), তার স্ত্রী আমিরুন্নেছা (৫০), তাদের স্বজন জোহরা আক্তার (৩৫), পপি (৩০), সালমা (২২), হাবিবা, নুরে জান্নাত (৫), আলি হোসেন (৯) ও সুমাইয়া আক্তার (৫)।
তাদের হাসপাতালে নিয়ে এসেছেন তোফায়েল আহমেদ নামে এক ব্যক্তি। তিনি গণমাধ্যমকে জানান, রাতে ভাড়াটিয়ার বাসায় দাওয়াত খেয়ে ফেরার পর একে একে সবাই অচেতন হয়ে পড়েন। টের পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছি। ঘটনার পর থেকে ওই ভাড়াটিয়ার পরিবারের কাউকে পাওয়া যাচ্ছে না। তারা আলি আহমেদের বাড়ির মালপত্র লুট করেছে। তবে কি কি লুট করেছে তা এখনই বলা যাচ্ছে না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ওই নয়জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০৪, ২০১৮ )