ঠাকুরগাঁও সংবাদদাতা : জেলার রোড এলাকায় শুক্রবার সকাল ৯টায় ট্রাকচাপায় প্রকাশ চন্দ্র (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তার বাড়ি সদর উপজেলার আকচা গ্রামে।

ঘটনার প্রতিবাদে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা ।

এলাকাবাসী জানান, ট্রাকটি পীরগঞ্জ যাওয়ার সময় বাইসাইকেল আরোহী প্রকাশকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ট্রাকটিকে আটক করেছে পুলিশ ।

(দিরিপোর্ট২৪/এমএইচও/এএস/নভেম্বর ০৮, ২০১৩)