কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বহুল প্রতীক্ষিত শাসনগাছা ফ্লাইওভার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি ফ্লাইওভার উদ্বোধন করবেন।

তবে মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে ফ্লাইওভারটি প্রাথমিক ভাবে যান চলাচলের জন্য গত ১২ মার্চ খুলে দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শাসনগাছায় রেলক্রসিংয়ের যানজট নিরসনে ২০১৩ সালের জুলাই মাস থেকে ফ্লাইওভারটির নির্মাণ কাজ শুরু হয়। ৯৪ কোটি টাকা ব্যয়ে ৬৩১ দশমিক ৫০ মিটার দৈর্ঘ্যের এ ফ্লাইওভারটি নির্মাণ করেছে বাংলাদেশি স্প্রেক্টা ইঞ্জিনিয়ারিং লিমিটেড কোম্পানি।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার জানান, শাসনগাছায় ফ্লাইওভারের নির্মাণে কিছু সিদ্ধান্ত নিতে দেরি হওয়ায় কাজের গতি কমে যায়। এখন ফ্লাইওভারটির নির্মাণ কাজ শেষ হয়ে আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায়।

জানা যায়, প্রতিদিন গড়ে ৫২টি ট্রেন চলাচল করে শাসনগাছা রেললাইন দিয়ে। প্রতি ট্রেনের জন্য ১০ মিনিট করে রেল গেইট পড়ে থাকলে দিনে সাড়ে ৮ ঘণ্টা সময় নষ্ট হয়।

বারবার রেল গেইট আটকে থাকার কারণে যানজটে জনজীবন বিপর্যস্ত হচ্ছে। তাই জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে ফ্লাইওভারটি আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০৫, ২০১৮)