গাজীপুর-খুলনা সিটিতে বিএনপির মনোনয়ন বিতরণ
দ্য রিপোর্ট প্রতিবেদক : গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে বিএনপি।
বৃহস্পতিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়।
গাজীপুর সিটি করপোরেশনে মেয়র পদে সাবেক এমপি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার মনোনয়ন ফরম সংগ্রহ করেন। দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর হাত থেকে হাসান উদ্দিন সরকারের পক্ষে মনোনয়নপত্রটি সংগ্রহ করেন গাজীপুর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বশীর উদ্দিন।
খুলনার মনিরুজ্জামান মনির পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন খুলনা বিভাগীয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রোবায়েত হাসান রানা। এই সময় উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ চৌধুরী এ্যানীসহ অনেকে।
গত মঙ্গলবার বিকালে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করা হবে। মনোনয়ন ফরমের দাম ধরা হয়েছে ১০ হাজার টাকা। ৬ এপ্রিল মনোনয়ন ফরম জমা দিতে হবে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে। ফরম জমা দেওয়ার সময় আরও ২৫ হাজার টাকা দিতে হবে। আগামী ৮ এপ্রিল সন্ধ্যা ৭টায় গুলশান কার্যালয়ে সাক্ষাৎ নেওয়া হবে ইচ্ছুক প্রার্থীদের।
(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০৫, ২০১৮)