দ্য রিপোর্ট ডেস্ক : আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। গত সোমবার (৩ এপ্রিল) সপ্তাহের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছিল সোনার দর। তবে বুধবারই অবস্থার পরিবর্তন হয়েছে।

যুক্তরাষ্ট্রের স্পট মার্কেটে বুধবার প্রতি আউন্স স্বর্ণের দাম আগের দিনের তুলনায় দশমিক ১ শতাংশ কমেছে।

যুক্তরাষ্ট্রের স্পট মার্কেটে এদিন দিনশেষে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয় ১ হাজার ৩৩৯ ডলার ৬০ সেন্টে। আগের দিন ১ শতাংশ বেশি দামে বিক্রি হয়েছিল স্বর্ণ।

ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে মূল্যবান ধাতুটি হাতবদল হয় আউন্সপ্রতি ১ হাজার ৩৪৩ ডলার ৬০ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৩ শতাংশ বেশি।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০৫, ২০১৮)