বিবিএস ক্যাবলসের সাথে বিপিডিবির চুক্তি
দ্য রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিবিএস ক্যাবলসের সাথে চুক্তি সই করেছে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গতকাল বিপিডিবির সাথে বিবিএস ক্যাবলসের চুক্তি সম্পন্ন হয়েছে।
এর আগে বিবিএস ক্যাবলস বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) থেকে “নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড” (এনওএ) পেয়েছে।
চুক্তি অনুযায়ী, বিবিএস ক্যাবলস খাগড়াছড়ি,রাঙ্গামাটি ও বান্দরবনে ৬০৩.৩১ কিলোমিটার তার সরবরাহ করবে। এই তারের মূল্য ৮ কোটি ৫ লাখ ৫০ হাজার ৫৬৯ টাকা।
চুক্তি সইয়ের সাত মাসের মধ্যে পণ্য সরবরাহ করা হবে।
উল্লেখ্য, পুঁজিবাজারে তালিকাভুক্ত অপর কোম্পানি বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড বিবিএস ক্যাবলসের ১৬.৩৩ শতাংশ শেয়ার ধারণ করে।
(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০৫, ২০১৮)