মাদারীপুরে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৪০
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে ৮ পুলিশসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুলিবিদ্ধ রয়েছেন ৬ জন। আশঙ্কাজনক অবস্থায় একজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (৬ এপ্রিল) রাত ৯টার দিকে শহরের কলেজ গেইট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব গণমাধ্যমকে সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বলেন, হঠাৎ করেই দুই গ্রুপের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরে পুলিশ ৫০ রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন।
মাদারীপুর সদর হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ইমরানুর রহমান সনেট গণমাধ্যমকে জানান, সংঘর্ষের ঘটনায় ৫ থেকে ৬ জন গুলিবিদ্ধ মনে হচ্ছে, এক্সরে করলে জানা যাবে। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর। এদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০৭, ২০১৮)