খুলনায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩
খুলনা প্রতিনিধি : খুলনার ডুমুরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও আহত হয়েছেন দুইজন।
শনিবার (৭ এপ্রিল) দুপুর ১২টা ৪৫ মিনিটে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নারায়ণ চন্দ্র মণ্ডল (৬৮), আসাদুজ্জামান মোড়ল (২৮) ও শাকিবুল ইসলাম (৯)। আহতদের পরিচয় পাওয়া যায়নি।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন গণমাধ্যমকে জানান, শনিবার দুপুরে সাতক্ষীরা থেকে আসা একটি বাস গুটুদিয়া ডুমুরিয়ার মাঝখানে একটি পাম্পের কাছে মাহেন্দ্রকে ধাক্কা দেয়। পরে মাহেন্দ্রটি পাশের একটি ভ্যানের ওপর গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ভ্যানে থাকা যাত্রী নারায়ণ ও ভ্যানচালক আসাদুজ্জামানের মৃত্যু হয়। আহত হন মাহেন্দ্রের তিনজন যাত্রী। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে শিশু শাকিবুলের মৃত্যু হয়।
ওসি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০৭, ২০১৮)