নাটোরে নার্সকে ধর্ষণ, হাসপাতালের পরিচালক আটক
নাটোর প্রতিনিধি : নার্সকে ধর্ষণের অভিযোগে নাটোরের আল সান হাসপাতালের মালিক ও পরিচালক শফিউল আলম বাবলুকে আটক করেছে পুলিশ।
শনিবার (৭ এপ্রিল) রাতে তাকে আটক ও অশ্লীল ভিডিও জব্দ করে পুলিশ। এই ঘটনায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
নির্যাতিতার পরিবার জানায়,শহরের বড়হরিশপুর এলাকায় দুলাভাইয়েরবাড়িতে থেকে শহরের বড়হরিশপুর এলাকায় বেসরকারী আল সান হাসপাতালে নার্সের চাকরি করতেন ধর্ষণের শিকার হওয়া মেয়েটি। সম্প্রতি হাসপাতালের দ্বিতীয়তলায় পরিচালক বাবলু তার নিজস্ব চেম্বারে ওই মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণের পর ভিডিও চিত্র ধারণ করে রাখে। পরে ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে একাধিকবার মেয়েটির সাথে শারীরিক সম্পর্ক করে বাবলু। সম্মানের ভয়ে মেয়েটি এবং তার পরিবার কাউকে কিছু না জানিয়ে চুপচাপ থেকে যায়। এরপর আবারো বাবলু মেয়েটির সাথে শারীরিক সম্পর্ক করতে চাইলে রাজি হয়না মেয়েটি। পরে বাবলু নিজেই থানায় এসে মৌখিক অভিযোগ করে, মেয়েটি তাকে হয়রানির চেষ্টা করছে। তবে মেয়েটি অশ্লীল ভিডিওসহ সকল তথ্য প্রমান পুলিশের কাছে উপস্থাপন করলে পরে বাবলুকে আটক করা হয়। এই ঘটনায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। একটি প্রভাবশালি মহল ঘটনাটি ধামাচাপা দেবার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে নির্যাতিতার পরিবার।
নির্যাতিতা নার্সের ভাই জানান, সম্মানের ভয়ে আমরা কাউকে কিছু বলিনি। অশ্লিল ভিডিও করে ব্ল্যাক মেইল করে দিনের পর দিন আমার বোনকে নির্যাতন করা হয়েছে। আমরা এর দৃষ্টান্তমুলক শাস্তি চাই।
তিনি আরো বলেন, মামলা না করার জন্য মোবাইল ফোন সহ বিভিন্ন ভাবে হুমকি দেওয়া হচ্ছে। তারপরও উপযুক্ত বিচারের জন্য আমরা মামলা দায়ের করবো।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান বলেন, নার্সকে ধর্ষনের অভিযোগে আল সান হাসপাতালের মালিক ও পরিচালক শফিউল আলম বাবলুকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে আমরা কিছু আলমত পেয়েছি, সেগুলো যাচাই-বাছাই চলছে। বিস্তারিত পরে বলা যাবে। তবে থানায় এখন পর্যন্ত কোন অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০৮, ২০১৮)