কুমিল্লায় হত্যা মামলায় খালেদার জামিন শুনানি আজ
কমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে নৈশকোচে পেট্রলবোমা হামলায় ৮ জন নিহতের ঘটনায় দায়ের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর শুনানি হবে মঙ্গলবার (১০ এপ্রিল)।
গত রবিবার কুমিল্লার ৫নং আমলি আদালতের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোস্তাইন বিল্লাল এ দিন ধার্য করেন।
ওইদিন খালেদা জিয়াকে আদালতে হাজির না করানোয় তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আদেশও দেন আদালত।
এ মামলায় খালেদা জিয়ার আইনজীবী কাইমুল হক রিংকু গণমাধ্যমকে জানান, মঙ্গলবার বেলা ১১টার পর জামিন আবেদনের ওপর শুনানি হতে পারে।
জামিন শুনানিতে স্থানীয় আইনজীবীদের সঙ্গে অংশ নিতে ঢাকা থেকে কুমিল্লা গেছেন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লা মিয়া ও অ্যাডভোকেট মো. মহসিন।
বিএনপি চেয়ারপারসনের প্রেসউইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোটের হরতাল-অবরোধ চলাকালে চৌদ্দগ্রামের জগমোহনপুরে যাত্রীবাহী একটি নৈশকোচে পেট্রলবোমা হামলা হলে ৮ যাত্রী নিহত হন।
এ ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রামের সাবেক সংসদ সদস্য জামায়াত নেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে প্রধান আসামি করে ৫৬ জনের নাম উল্লেখ এবং আরও ২০ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।
এই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিএনপির ৬ শীর্ষস্থানীয় নেতাকেও হুকুমের আসামি করা হয়।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৫ বছর কারাদণ্ড দেন বিচারিক আদালত। ওইদিনই তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন।
(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১০, ২০১৮)