পাটুরিয়া-দৌলতদিয়ায় পারাপারের অপেক্ষায় পাঁচ শতাধিক যান

মানিকগঞ্জ প্রতিনিধি : বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ কারণে উভয় ফেরিঘাটে আটকা পড়েছে পাঁচ শতাধিক যানবাহন। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রী সাধারণ।
সোমবার (৯ এপ্রিল) দিনগত রাত ১১টা থেকে রাত ১টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ জানান, বৈরী আবহাওয়ার কারণে সোমবার দিনগত রাত ১১টা থেকে রাত ১টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে আবহাওয়া অনুকূলে আসলে আবারো ফেরি চলাচল শুরু করা হয়।
এ নৌরুটের বহরে ছোট বড় মিলে ১৬টি ফেরির মধ্যে তিনটি ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে মেরামতে রয়েছে। বাকি ১৩টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে। তবে রাতে দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার কারণে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পাঁচ শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে।
(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১০, ২০১৮)