ব্রাজিলে জেল ভেঙে পালানোর চেষ্টা, নিহত ২০
দ্য রিপোর্ট ডেস্ক : ব্রাজিলে জেল ভেঙে পালানোর চেষ্টার সময় ২০ জন নিহত হয়েছেন।
বুধবার (১১ এপ্রিল) উত্তরাঞ্চলীয় বেলেম শহরের সান্টা ইজাবেল প্রিজন কমপ্লেক্সে এই ঘটনা ঘটে। খবর- বিবিসির।
সশস্ত্র বাহিনীর সদস্যরা কারাগারের বাইরের একটি প্রাচীর ভাঙার জন্য বোমা বিস্ফোরণ করলে ঘটনাস্থলেই কারারক্ষী, বন্দি এবং বাইরে অবস্থানরত সশস্ত্র সদস্যরা নিহত হন।
এতে আহত হন আরো ৪ রক্ষী। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
জেলের নিরাপত্তা কর্তৃপক্ষ জানান, তাদের সদস্যরা জেল ভাঙার ঘটনা টের পেয়ে কারাগারটি ভেতর ও বাইরে উভয় দিক থেকেই ঘিরে ফেলেছিলো।
তবে এরমধ্যে কোন বন্দি পালিয়েছে কিনা তা খতিয়ে দেখার কথা জানান তারা।
এর আগে দেশটির মানাউস শহরের একটি কারাগারে দাঙ্গা ছড়িয়ে পড়ার ঘটনায় ৫৬ জন নিহত হয়েছিলো।
(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১১, ২০১৮)