কিশোর রাকিবকে হত্যার দায়ে ওসিসহ চার জনের বিরুদ্ধে মামলা
দ্য রিপোর্ট প্রতিবেদক: রাকিব হাওলাদার (১৫) নামে এক কিশোরকে ‘ক্রসফায়ারে’ হত্যার অভিযোগে ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ চার জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১১ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে মামলাটি দায়ের করেন নিহত রাকিব হাওলাদারের মা রীতা আক্তার। আদালতের বেঞ্চ সহকারী জহরুল ফয়েজ গণমাধ্যমকে এই তথ্য জানান।রাজধানীর কাপ্তান বাজার থেকে ধরে নিয়ে ‘ক্রসফায়ারে’ মারা হয় রাকিবকে।
মামলার আসামিরা হলেন—ওয়ারী থানার পরিদর্শক (ভারপ্রাপ্ত)রফিকুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) সেলিম, উপ-পরিদর্শক জ্যোতি ও সোর্স মোশারফ।
বেঞ্চ সহকারী জানান, বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি বিচার বিভাগীয় তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন আদালত। তিনি আরও বলেন, ‘নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন-২০১৩’-এর ধারা-১৫-এর (১, ২, ৩ ও ৪) উপধারায় মামলাটি দায়ের করেন।’
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৪ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে রাকিব হাওলাদার (১৫) বাসা থেকে বের হয়ে কাপ্তান বাজারে পান আনতে যায়। এ সময় কোনও গ্রেফতারি পরোয়ানা ছাড়ায় তাকে ওয়ারী থানায় ধরে নিয়ে যাওয়া হয়। বাদী (নিহতের মা) খবর পেয়ে ওয়ারী থানা পুলিশের কাছে তার ছেলেকে গ্রেফতারের কারণ জানতে চান। এসময় তাকে কোনও তথ্য দেওয়া হবে না বলে জানায় ওই থানা পুলিশ। একইসঙ্গে বেশি কথা বললে গ্রেফতারেরও হুমকি দেওয়া বাদীকে।
অভিযোগে আরও বলা হয়, বাদী পরবর্তী সময়ে রাতে আবারও থানায় গেলে তার ছেলের চিৎকার শুনতে পান। তখন তাকে ওসি রফিকুল ইসলাম থানা থেকে বের হয়ে যেতে বলেন। তিনি বের হতে না চাইলে তাকে গুলি করার হুমকি দেন আসামিরা। একপর্যায়ে আসামিরা তাকে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেন।
গত ৬ এপ্রিল আবার ছেলের খবর নিতে গেলে কেউও তার ছেলের খবর দেয়নি। সর্বশেষ সকাল ১১টায় বাদী জানতে পারেন, তার ছেলে ‘ক্রসফায়ারে’ মারা গেছে।
দ্য রিপোর্ট/টিআইএম/১১ এপ্রিল,২০১৮