পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি
দ্য রিপোর্ট প্রতিবেদক:
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে, যাতে ডিএমপির অতিরিক্ত কমিশনার হয়েছেন মনিরুল ইসলাম।
মনিরুল এন্টি টেররিজম ইউনিটে ছিলেন। তাকে সেথান থেকে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার করে পাঠানো হয়েছে।
নবগঠিত এন্টি টেররিজম ইউনিটে গত বছরের নভেম্বরে পাঠানো হয়েছিল মনিরুলকে। তার আগে তিনি ছিলেন কাউন্টার টেররিজম ইউনিটের দায়িত্বে।
মনিরুলের শূন্যস্থান পূরণে এন্টি টেররিজম ইউনিটে পাঠানো হয়েছে র্যাবের পরিচালক (ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) হিসেবে কর্মরত খন্দকার লুৎফুল কবিরকে।
পুলিশ সদর দপ্তরে কর্মরত ডিআইজি এ কে এম শহিদুর রহমানকে টিঅ্যান্ডআইএমে পাঠানো হয়েছে। টিঅ্যান্ডআইএমে থাকা মো. হারুন অর রশিদকে আনা হয়েছে পুলিশ সদর দপ্তরে।
এছাড়া এসপিবিএনে কর্মরত বিশ্বাস আফজাল হোসেনকে পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়েছে। এসবিতে থাকা মো. মোশাররফ হোসেন ভূঁঞাকে পাঠানো হয়েছে সিআইডিতে।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখা থেকে এসব বদলির আদেশ হয়।
আলাদা আদেশে সদ্য অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া ১৯ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
দ্য রিপোর্ট/ টিআইএম/১১ এপ্রিল,২০১৮