নাটোরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলে, নিহত ২
নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলে ঢুকে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (১২ এপ্রিল) ভোরে ৫টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আজমির বাজারের একটি পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলনে- উপজেলার কায়েমকোলা গ্রামের আমীর উদ্দিনের স্ত্রী হাসিনা বেগম (৫৫) ও শ্রীরামপুর গ্রামের শাহ মাহমুদ (৬০)।
আহত শাহীন আলম (৪০) নাটোর সদর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) বি এম সামছুন নূর বিষয়টি নিশ্চিত করে জানান, ভোর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক হোটেলে ঢুকে পড়লে ঘুমন্ত অবস্থায় ঘটনাস্থলেই দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১২, ২০১৮)