নাটকীয়ভাবে সেমিতে রিয়াল
দ্য রিপোর্ট ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জুভেন্টাসের বিপক্ষে নাটকীয় ম্যাচে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ফিরতি লেগে শেষ মুহূর্তে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে সেমিফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
বুধবার (১১ এপ্রিল) রাতে নির্ধারিত সময়ে ৩-০ গোলে ইতালিয়ান চ্যাম্পিয়নরা এগিয়ে থাকলেও অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করে সেমিতে পাড়ি জমালো স্প্যানিশ জায়ান্টরা।
ইউরোপ সেরার লড়াইয়ে জিনেদিন জিদানের শিষ্যদের বিপক্ষে ৩-১ গোলে জয় পায় জুভিরা। তবে দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলের অগ্রগামিতায় সেমির টিকিট পায় লস ব্লাঙ্কোসরা।
গত সপ্তাহে শেষ ষোলোর ম্যাচে প্রথম লেগে জুভেন্টাসের ঘরের মাঠে ৩-০ গোলে জয় পায় রিয়াল। তবে এদিন সান্তিয়াগো বার্নাব্যুতে শুরুতেই ঘুরে দাঁড়ায় ইতালিয়ান দলটি। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল দিয়ে দলকে লিড এনে দেন মারিও মানডুজিক। ক্রোয়েশিয়ান এই ফরোয়ার্ড ৩৭তম মিনিটে ফের গোল দিয়ে আরও আত্মবিশ্বাসী করে তোলেন ওল্ড লেডিদের।
প্রথমার্ধের পর দুই পক্ষই আক্রমণ পাল্টা আক্রমণ চালাতে থাকে। ম্যাচের ৬৭তম মিনিটে ফের গোল পায় জু্ভেন্টাস। ফ্রেঞ্চ মিডফিল্ডার ব্লাইস মাতুইদির গোলে ৩-০ গোলে এগিয়ে যায় সফরকারীরা। বার্নাব্যুর দর্শকদের পাশাপাশি রিয়াল শিবিরেও কপালেও পড়ে চিন্তার ভাঁজ।
ম্যাচের অতিরিক্ত সময়ে ডি-বক্সে ফাউলের ঘটনায় পেনাল্টি পায় রিয়াল। প্রতিবাদ করতে গিয়ে বিতর্কিত লাল কার্ড পায় জুভেন্টাসের অধিনায়ক জিয়ানলুইজি বুফন। শেষ মুহূর্তে মাঠ ছাড়তে হয় বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই গোলকিপারকে।
পেনাল্টিতে গোল দেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী পর্তুগিজ তারকা রোনালদো। জয়োৎসবে মেতে ওঠে রিয়াল শিবির।
(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১২, ২০১৮)