ফেনী প্রতিনিধি : ফেনীর সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে শফিউল্ল্যাহ (৬৫) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য শেখ ফরিদের বিরুদ্ধে।

বুধবার (১১এপ্রিল) রাতে উপজেলার লেমুয়া ইউনিয়নের কসকা বাজার এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত শফিউল্ল্যাহর (৬৫) বাড়ি সদরের ছনুয়া ইউনিয়নে ছনুয়া গ্রামে।

নিহতের ছোট ছেলে নজরুল ইসলাম জানান, একখণ্ড জমি নিয়ে ছনুয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ ফরিদ ও তার ভাইদের সঙ্গে তার বাবার বিরোধ ছিল। এ নিয়ে উভয় পক্ষের বিরুদ্ধে আদালতে মামলাও চলছিল। বুধবার রাতে কসকা বাজারের একটি চায়ের দোকানের সামনে বাবাকে একা পেয়ে শেখ ফরিদ, তার ভাই নুরুল হুদা, ছাত্রলীগ কর্মী হোসেন, নিজাম উদ্দিন, নুরুল আলম, বাহার, শিমুলসহ মুখোশধারী ৭/৮ জন ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতারি কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

ফেনী থানার ওসি মো. রাশেদ খাঁন চৌধুরী জানান, এ হত্যাকাণ্ডের সঙ্গে স্থানীয় ইউপি সদস্য শেখ ফরিদ জড়িত বলে প্রাথমিকভাবে তারা নিশ্চিত হয়েছেন। ফরিদসহ এ ঘটনায় জড়িতদের আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১২, ২০১৮)