আজীবন নির্বাচনে অযোগ্য হলেন নওয়াজ শরীফ
দ্য রিপোর্ট ডেস্ক : পানামা পেপারস কেলেঙ্কারিতে প্রধানমন্ত্রী পদে অযোগ্য হয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এবার আজীবনের জন্য তাকে পাকিস্তানের নির্বাচনে থেকে অযোগ্য ঘোষণা করলেন দেশটির সুপ্রিম কোর্ট।
শুক্রবার (১৩ এপ্রিল) দেশটির সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ সর্বসম্মতভাবে এ রায় দিলেন। খবর ডন, আর-জাজিরা।
এ রায়ের প্রেক্ষিতে এখন থেকে পাকিস্তানের আর কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না নওয়াজ শরিফ। এছাড়া দেশের পার্লামেন্টের সদস্যও হতে পারবেন না তিনি।
পাকিস্তান সংবিধানের ধারা ৬২(১) (এফ) অনুযায়ী, দেশটির পার্লামেন্ট সদস্য হওয়ার পূর্ব শর্ত হলো ব্যক্তিকে ‘সাদিক ও আমিন’ (সৎ ও ন্যায়নিষ্ঠ) হতে হবে। একই ধারায় গত ১৫ ডিসেম্বর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা জাহাঙ্গীর তারিনকে অযোগ্য ঘোষণা করে পাকিস্তানের হাইকোর্ট।
হাইকোর্টের ওই দুই রায়কে চ্যালেঞ্জ করে ১৭টি আপিল ও পিটিশন জমা পড়ে বলে জানায় পাকিস্তানের দৈনিক ডন।
শুক্রবারের এই রায় স্পষ্ট করে দিয়েছে এখন থেকে নওয়াজ এবং পিটিআই নেতা জাহাঙ্গীর আর কখনও কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না।
বিচারপতি উমর আতা বানদিয়াল শুক্রবারের এ রায় পাঠ করেন।
উল্লেখ্য, গত বছর ২৮ জুলাই পানামা পেপারস কেলেঙ্কারি মামলার পাকিস্তানের হাইকোর্ট সংবিধানের ৬২ ধারা অনুযায়ী নওয়াজকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করেন।
(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১৩, ২০১৮)