দুর্ঘটনাবশত গাজায় বিস্ফোরণ, নিহত ৪
দ্য রিপোর্ট ডেস্ক : দুর্ঘটনাবশত ঘটে যাওয়া বিস্ফোরণে গাজায় জঙ্গিগোষ্ঠী দ্য ফিলিস্তিনি ইসলামি (পিআইজে) জিহাদের চার সদস্য নিহত হয়েছে।
শনিবার (১৪ এপ্রিল) ঘটে যাওয়া এ দুর্ঘটনার কথা সংগঠনটির পক্ষ থেকেই জানানো হয়েছে। খবর- রয়টার্সের।
পিআইজে বলছে, গাজার দক্ষিণে রাফায় এ দুর্ঘটনা ঘটে। প্রস্তুতি নেয়ার সময় বিস্ফোরণে চারসদস্যের মৃত্যুতে সংগঠনটি শোকের কথাও জানিয়েছে।
গাজার স্বাস্থ্যমন্ত্রী ৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। রাফায় ঘটনাস্থলে যে চিকিৎসকরা ছিলেন তারা বলছেন, বিস্ফোরণটি ইসরায়েল ঘটিয়েছে। তবে ইসরায়েলের সামরিক বাহিনীর এক মুখপাত্র বলছেন, এ ঘটনার সাথে ইসরায়েলি সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই।
৩০ মার্চ ইসরায়েল সীমান্ত ঘেঁষে ফিলিস্তিনিদের আন্দোলন শুরুর পর থেকে ওই এলাকায় উত্তেজনা বেড়েছে। ফিলিস্তিনিরা প্রতিবাদমুখর হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত ৩১ জন নিহত হয়েছেন এবং শতাধিক আহত হয়েছেন। এর জন্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা মুখে পড়তে হয়েছে ইসরায়েলকে। তবে শনিবার সীমান্ত এলাকাটি শান্ত ছিল।
২০০৫ সালে ইসরায়েল গাজা থেকে তাদের সৈন্য ও বসতিদের সরিয়ে নেয়।
(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১৫, ২০১৮)