ফরিদপুরে আ’লীগের দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর বাজারের ইজারাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে মান্নান সিকদার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (১৬ এপ্রিল) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এর আগে রবিবার বিকেলে বিবাদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ওই বাজারের ২০টি দোকান ও কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট হয়।
নিহত মান্নান সিকদার ইউনিয়নের রাধানগর গ্রামের মোহাম্মদ আলীর পুত্র।
স্থানীয়রা জানায়, কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান বিল্লাল ফকির পক্ষের সাথে স্বতন্ত্র এক সংসদের সমর্থিত আকতারুজ্জামান তিতাসের পক্ষের পূর্ব থেকেই বিরোধ ছিল। কৃষ্ণপুর বাজারের ইজারাকে কেন্দ্র করে রোববার বিকেলে উভয় পক্ষ দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় অন্তত ২০টি দোকানঘর ও বাজার সংলগ্ন কয়েকটি বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ ঘটনার জেরে সোমবার ভোরে উভয় পক্ষ ফের সংঘর্ষে লিপ্ত হলে একজনের মৃত্যু হয়।
সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী নিহত হওয়ার খবর নিশ্চিত করে জানান, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১৬, ২০১৮)