দ্য রিপোর্ট ডেস্ক : সন্ত্রাসী কার্যক্রমের সাথে অভিযুক্ত ১১ জন দণ্ডপ্রাপ্ত নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরাক।

সোমবার দেশটির আইন মন্ত্রণালয় এ তথ্য দেয়।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, দণ্ডিতরা গাড়িবোমা হামলা, আইন শৃংখলা বাহিনীর সদস্যদের হত্যা, অপহরণসহ নানা ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে অভিযুক্ত ছিল। যদিও তাদের সন্ত্রাসী কার্যক্রমের তারিখ ও ঘটনাস্থল সম্পর্কে কিছু জানায়নি তারা।

এ বছরে এটি প্রথম মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটল ইরাকে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সূত্রে, এর আগে ২০১৭ সালে ১১১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে দেশটি।

সে বছর ডিসেম্বরেই নাসিরিয়াহ কারাগারে একইদিনে ৩৮ জনকে ফাঁসির দড়িতে ঝুলানো হয় সন্ত্রাসবিরোধী আইনে । তার তিন মাস আগে একই কারাগারে ৪২ জনের ফাঁসি দেওয়া হয়।

যদিও এভাবে গণমৃত্যুদণ্ড কার্যকর নিয়ে বিদেশি কূটনীতিক মহল ও আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীর ব্যাপক সমালোচনা ও চাপ অব্যাহত আছে দেশটির উপর। এরমধ্যেও সোমবার এ মৃত্যুদণ্ড কার্যকর করল বাগদাদ সরকার।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১৭, ২০১৮)