বেনাপোল প্রতিনিধি : বেনাপোল বন্দর থানার দৌলতপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ৩৪ নারী-পুরুষ ও শিশু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার (১৮ এপ্রিল ) সকাল ৯টার সময় তাদেরকে আটক করা হয়।

আটকদের বাড়ি পিরোজপুর, খুলনা, বরিশাল, বাগেরহাট, নড়াইল,গোপালগঞ্জ, নড়াইল জেলার বিভিন্ন এলাকায়।

বিজিবি জানান ,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেশ কিছু নারী-পুরুষ ও শিশু অবৈধভাবে ভারত সীমান্ত পার হয়ে বেনাপোল বন্দর থানার দৌলতপুর সীমান্তে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ১৮ জন পুরুষ, ১৫ জন নারী ও ১ জন শিশুকে আটক করা হয়।

বেনাপোল দৌলতপুর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার জাহাঙ্গীর হোসেন ৩৪ জন নারী-পুরুষ ও শিশু আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১৮, ২০১৮)