দ্য রিপোর্ট ডেস্ক : ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনসের (এফবিএইচআরও) সভাপতি নির্বাচিত হওয়ায় মোঃ মোশারফ হোসেনকে গ্রিন এইচআর প্রফেশনালসের (জিএইচআরপি) পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

গত ১৪ এপ্রিল সকাল ১০টায় বাংলা নববর্ষ ১৪২৫ উৎযাপনের সময় এফবিএইচআরও এর সভাপতি মোশারফ হোসেনকে সংবর্ধনা জানান জিএইচআরপি’র সদস্যরা।

বাংলাদেশের জাতীয় পর্যায়ে গ্রিন মানবসম্পদ উন্নয়ন ও এর সঠিক ব্যবস্থাপনার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে গ্রিন এইচআর প্রফেশনালস বাংলাদেশ।

অনুষ্ঠানে মোশারফ হোসেন বাংলাদেশের গ্রিন এইচ আর এর নানাবিধ সম্ভাবনা নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন।

মোশারফ হোসেন এশিয়া প্যাসিফিক ফেডারেশন অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এপিএফএইচআরএম) সাবেক সভাপতি, বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (বিএসএইচআরএম) ও এফবিএইচআরও এর সভাপতি। তিনি সাউথ এশিয়ান জার্নাল ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচএইচআরএম) এর সম্পাদকীয় উপদেষ্টা পরিষদের সদস্য।

তিনি ক্যালগারি বিশ্ববিদ্যাল, কানাডায়ের ক্যান্সারেটিং এডুকেশনের মাস্টার ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট থেকে ২০১৩ সালের "লাইফটাইম এইচআর এচিভমেন্ট অ্যাওয়ার্ড" প্রাপ্ত হন।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১৮, ২০১৮)